সিলেটে পলাতক আসামি গ্রেফতার

সিলেটের দক্ষিণ সুরমা থেকে মো. নয়ন আহমেদকে (২২) নামে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ১ পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

এক সংবাদবিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮ টায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর একটি দল অভিযান চালিয়ে দক্ষিণ সুরমার হুমায়ন রশিদ চত্ত্বর থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ১ পলাতক আসামি মো. নয়ন আহমেদকে (২২) গ্রেফতার করে। নয়ন দক্ষিণ সুরমার কদমতলি বালুর মাঠ এলাকার মো. সাত্তার মিয়ার ছেলে। পরে গ্রেফতারকৃত আসামিকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ