সেই জোড়া দুই শিশু এখন ঢাকায়

এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেয়া পেটে জোড়া লাগানো দুই শিশুকে ঢাকার একটি হাসপাতালে নেয়া হয়েছে।

সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই দুই কন্যাশিশু নিয়ে তাদের আত্মীয়দের কয়েকজন ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। সোমবার সকালে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হাসপাতালে পৌঁছেন। সেখানে তারা আজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমানের সঙ্গে দেখা করে তাদের চিকিৎসার পরবর্তী করণীয় নির্ধারণ করবেন। হাসপাতালের এ নিয়ে পিজি হাসপাতালের পরিচালকের সাথে কথা বলেছেন বলেও জানান তিনি।

এর আগে গত ২৫ জানুয়ারি ওসমানী হাসপাতালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর গ্রামের হাফেজ মামুনুর রশিদের স্ত্রী ফাতেমা বেগম দুই কন্যা শিশুর জন্ম দেন। ওই দুই নবজাতকের রয়েছে একটি মাত্র লিভার। আর বাকি সব অঙ্গপ্রত্যক্ষ আলাদা ও কার্যকর রয়েছে। বর্তমানে মা ও শিশু উভয়ই সুস্থ আছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ