বার্সেলোনার জয়
লেভান্তের বিপক্ষে জয় পেয়েছে বার্সেলোনা। কাম্প নউয়ে রোববার রাতে লা লিগায় ২-১ গোলে জিতেছে বার্সা। এই জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান ৩ পয়েন্ট কমিয়েছে কিকে সেতিয়েনের দল।
নিজেদের মাঠে শুরু থেকে লেভান্তেকে চেপে ধরা বার্সেলোনা প্রথম গোল পায় ম্যাচের ৩০তম মিনিটে। মেসির থ্রু পাস ধরে ডি-বক্সের মুখ থেকে নিচু শটে আগুয়ান গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে গোল করেন ফাতি।
প্রথম গোল পেয়ে উজ্জীবিত ফাতি নিজের দ্বিতীয় গোল করেন এর দুই মিনিটের মাথায়। মেসির বাড়ানো বল ডি-বক্সে পেয়ে তার নেওয়া কোনাকুনি শট বল গোলরক্ষকের পায়ে লেগে জালে জড়ায়। চলতি মৌসুমে বার্সেলোনার মূল দলে অভিষেক হওয়া ১৭ বছর বয়সী ফাতির লিগে গোল হলো চারটি।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এক গোল শোধ করে লেভান্তে। রোচিনার দূরপাল্লার শট গোলরক্ষক স্টেগেনের হাতে লেগে বল জাল স্পর্শ করে।
২২ ম্যাচে ১৪ জয় ও সাত ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। ১৪ জয় ও তিন ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে শিরোপাধারী বার্সেলোনা। তিন নম্বরে থাকা গেতাফের পয়েন্ট ৩৯।