মিষ্টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আতিক-তাপসের সাক্ষাৎ
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত দুই প্রার্থী আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস মিষ্টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শনিবার (০১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে যান তারা।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় বিপুল সংখক নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে গেছেন আতিক ও তাপস। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গণভবনে শুধুমাত্র তারাই প্রবেশ করেছেন।