ব্রেক্সিটের কারণে বাংলাদেশের সামনে সুযোগ সৃষ্টি
ব্রেক্সিট কার্যকর হওয়ার কারণে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য, উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে নতুন নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।
ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের আলাদা হয়ে গেছে ব্রিটেন। তবে পুরোপুরি বিচ্ছেদ কার্যকর হতে ১১ মাস সময় লাগবে।
গতকাল বৃহস্পতিবার ঢাকায় তার বাসভবনে সাংবাদিকদে সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করে বলেছেন, ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ব্রিটেনের সঙ্গে সম্পর্ক জোরদার করা হচ্ছে।
ব্রিটিশ হাইকমিশনার ব্রেক্সিট নিয়ে ব্রিফ করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করেছিলেন।