বিএফভি’র বার্ষিক ইসলামি সাংস্কৃতিক সম্পন্ন
সিলেটের জনপ্রিয় ইসলামি সাংস্কৃতিক সংগঠন বাংলা ফিউচার ভয়েস -বিএফভি বার্ষিক ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান ২৯ জানুয়ারি বুধবার রিকাবী বাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে অনুস্টিত হয়।
সিলেটের নন্দিত উপস্থাপক আলী হুসাইন খান ইমন ও বিএফভি’র প্রধান পরিচালক আরিফ বিল্লাহ’র যৌথ পরিচালনায় ও বিএফভি’র চেয়ারম্যান সাব্বির আহমদ রাজি সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফভি’র প্রধান উপদেষ্টা আলহাজ্ব শাহিন আহমদ, উপদেষ্টা আহমদুর রহমান খান হিনু, জহিরুল ইসলাম চৌ: আলবাব, কোম্পানিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মো: লাল মিয়া, আব্দুল্লাহ মতিউর রহমান খান, ইসলামিক ফিকহ ইনস্টিটিউট সিলেটের পরিচালক মাও: রফিকুল ইসলাম যাকারিয়া, তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা সিলেট শাখার পরিচালক হাফিজ মাও: ওলিউর রহমান, সিলেটের জনপ্রিয় অভিনেতা বেলাল আহমদ মুরাদ, ড্রীম নিউজের সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান।
অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন স্যার গোলাম মাহমুদ সিলেট, শালীন আহমদ সিলেট, আবু উবায়দা ঢাকা, রায়হান ফারুক কলরব, মাসুম বিল্লাহ সিলেট, শেখ এনাম ইনভাইট। কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ হোসাইন আহমদ, কারী জুবায়ের আহমদ তাশরীফ সহ প্রমুখ। (বিজ্ঞপ্তি)