‘আল্লাহর দলে’র ৯ সদস্য পাকড়াও
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের নয় সদস্যকে সিলেট থেকে আটক করা হয়েছে।
নগরীর শাহপরান থানাধীন আরামবাগ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে ঢাকা থেকে আসা কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি চৌকস দল।
সিলেট মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন ইউনিটের পুলিশ সুপার মোহিদুজ্জামান।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ।