দীর্ঘদিন ধরে মেডিকেলের হিমাগারে রাখা মহদেহের সন্ধান চায় পুলিশ

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা এক অজ্ঞাত ব্যক্তির মরদেহের পরিচয় খুঁজছে পুলিশ। পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর স্থানীয়রা পুলিশকে জানিয়েছিলেন ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। পরে পুলিশ লাশ উদ্ধার করে হিমাগারে নিয়ে যায়। এখন পর্যন্ত তার কোন পরিচয় শনাক্ত না হওয়ায় বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেয় পুলিশ।

গত বছরের ১৭ সেপ্টেম্বর বিমানবন্দর থানার বাইশটিলা থেকে ৬০ বছর বয়সী এ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছিল। এরপর থেকেই মরদেহটি হিমাগারে রয়েছে।

যদি কারো পরিচিত হয়ে থাকে বা তার পরিচয় জেনে থাকেন তাহলে মহানগর পুলিশের বিমানবন্দর থানার এসআই আসাদুর রহমান (০১৭১৭-৩৪৫০৫৩) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ