‘পুলিশ হয়রানি করলে ৯৯৯-এ কল দিন’

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘কোনো পুলিশ সদস্য অযথা কাউকে হয়রানি করলে ৯৯৯-এ ফোন দিয়ে অভিযোগ করুন। আমি এটি মনিটরিং করি। কোনো পুলিশ সদস্যও যদি কাউকে হয়রানি করে তাহলে অভিযোগ দেবেন। আমি ব্যবস্থা নেব।’

রোববার বিকেল ৫টায় সিলেট মহানগর ও জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, এখন আর পুলিশ আগের অবস্থানে থাকতে পারবে না। কোনো অবস্থায় নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। থানায় গিয়ে যাতে মানুষ শতভাগ সেবা পায় সেই ব্যবস্থা করা হয়েছে। এরপরও যদি কোনো মানুষকে হয়রানি করা হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জাতীয় জরুরি সেবা ৯৯৯- এ ভালো সাড়া পাওয়া গেছে। আমি এটি মনিটরিং করি। কোনো পুলিশ সদস্যও যদি কাউকে হয়রানি করে তাহলে অভিযোগ দেবেন। আমি ব্যবস্থা নেব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ