গোলাপগঞ্জে এইচ.এম. সেলিম শিশু বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

গোলাপগঞ্জে এইচ.এম. সেলিম শিশু বিদ্যালয়ে ২০২০ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও চিত্রাঙ্কন প্রতিযোগিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: রেদওয়ান হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক এইচ.এম. সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লুৎফা মতিন এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব জোয়ার্দার মউছুফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি ও গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও বিদ্যালয়ের উপদেষ্টা সৈয়দ রেজাউল করিম আলো।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাংবাদিক হাবিবুর রহমানের কোরআন তেলাওয়াত ও বিদ্যালয়ের উপদেষ্টা শফিকুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি জাহিদ উদ্দিন, বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য মনিরুল হক পিনু।
উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফাহাদ হোসাইন, সাংবাদিক ফাহিম আহমদ, বিদ্যালয়ের উপদেষ্টা হেলাল আহমদ, আলহাজ্ব জিল্লুল ইসলাম, আজির উদ্দিন, কার্যকরী পরিষদের বিদ্যালয় প্রতিনিধি সাইফুল আলম, অভিভাবক প্রতিনিধি হাবিবুর রহমান লুলু, সহ-অভিভাবক প্রতিনিধি কবির আহমদ, সদস্য মঈন উদ্দিন।


এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাহমিদা জান্নাত আসমা, তানজিনা আক্তার তান্নি, অভিভাবকদের মধ্যে লুৎফুর রহমান,সাজনা বেগম, সাহানা বেগম, রুমি বেগম, সানাই আহমদ জালালি, বাবুল আহমদ, শিপা বেগম, রুহেল আহমদ, আক্তার আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত ২০২০ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ