ট্রাকের ধাক্কায় নিহত ১
নগরীর চৌহাট্টা এলাকায় ট্রাকের ধাক্কায় ইমতিয়াজ মাহবুব অর্জন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইমতিয়াজ শেখঘাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার দায়িত্বরত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহতদের সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে দুর্ঘটনার পরপর সাধারণ মানুষের সহায়তায় চালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।