আজ সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী
কালের সিলেট ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন দুইদিনের সফরে আজ (শুক্রবার) সিলেট আসছেন।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর দেড়টায় বিমানযোগে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। বেলা সাড়ে ৩টায় নগরীর দরগা গেইট এলাকায় বৈদ্যুতিক খুঁটিবিহীন বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। বিকেল সোয়া ৪টায় গত একবছরের উন্নয়ন কর্মকান্ড নিয়ে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতমিনিময় করবেন। সন্ধ্যা ৬টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ‘ভিক্ষুকমুক্ত সিলেট’ বিষয়ক সেমিনারে অংশ নেবেন।
পরদিন শনিবার সকাল সাড়ে ৯টায় সিলেট জেলার আরটিআই, অনলাইন ট্রাকিং সিস্টেম বিষয়ক অবহিতকরণ ও প্রশিক্ষন সভায় যো্গ দেবেন। সকাল পৌনে ১১টায় জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে জাতীয় পিঠা মেলার উদ্বোধন করবেন। সাড়ে ১১টায় নগরীর কিশোরী মোহন বালিকা বিদ্যালয়ের পুণর্মিলনী অনুষ্ঠানে যোগ দেবেন। বেলা সাড়ে ১২টায় সিলেট চেম্বার অব কমার্সের পুণর্মিলনী অনুষ্ঠানে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী। বেলা দেড়টায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন।