শনিবার নিসচা’র মানববন্ধন
নগরে বেপরোয়া গতিতে ট্রাক চলাচল
নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরে বেপরোয়া গতিতে ট্রাক চলাচলের ফলে ঘটছে দুর্ঘটনা। আর এতে হতাহত হচ্ছেন অনেকে।
বেপরোয়া গতিতে ট্রাক চলাচলের প্রতিবাদে ও কোম্পানীগঞ্জ-বাদাঘাট বাইপাস সড়ক দ্রুত চালুর দাবিতে নিরাপদ সড়ক চাই- নিসচা সিলেট মহানগর শাখার উদ্যোগে আগামী শনিবার(১৮ জানুয়ারি) দুপুর ১২টায় আম্বরখানা পয়েন্টে এক মানববন্ধনের ডাক দিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)।
বৃহস্পতিবার গণমাধ্যম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে নিসচার সকল সদস্যসহ সর্বস্তরের নাগরিকদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান করেন নিসচা মহানগরের সভাপতি রোটা. এম. ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল।