বাদামবাগিচা প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
নগরীর ৬নং ওয়ার্ডের বাদামবাগিচা যুব সমাজের উদ্যোগে আয়োজিত বাদামবাগিচা প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৩ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশিষ্ট সমাজ সেবক মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং ছাত্রলীগ নেতা ও তরুণ সমাজ সেবক আফসর আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ও গোপালগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সভাপতি খন্দকার ফায়েকুজ্জামান মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৬নং ওয়ার্ড শ্রমিকলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহীন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ সিলেট জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লুর, কালের সিলেটের স্টাফ রিপোর্টার সাংবাদিক শাহ হোসাইন আহমদ, রুসেল আহমদ ও সাজন আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাব্বির আহমেদ , মোঃ ইসমাইল, ফাহিম আহমেদ, মোঃ ইসরাফিল, শাহাদাত হোসেন, সাগর আহমেদ, অমি, সাকিব, আসিফ, আমিন সজিব ও নাহিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে চ্যাম্পিয়ন দল ফাহিম একাদশ ও রানার্সআপ দল সাকিব একাদশের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।