আশরাফুল হকের মৃত্যু বার্ষিকীতে সিলেট ইয়াং স্টারের দোয়া মাহফিল
সিলেট ইয়াং স্টারের সাবেক সফল সভাপতি মরহুম আশরাফুল হক তালুকদারের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে সোমবার (২১ ফেব্রুয়ারি) বাদ জোহর সুবিদ বাজারস্থ বনকলাপাড়ার শাহ রুমি মাজার জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট ইয়াং ষ্টারের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আহসান মাহবুব, সিলেট ইয়াং ষ্টারের সভাপতি সৌরভ সুহেল, সহ সভাপতি সুজন মিয়া, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ লায়েক আহমেদ, সদস্য মনির মিয়া, নজরুল ইসলাম, আব্দুল হক, লিটন মিয়া, লিয়াকত আহমেদ, মাইদুল ইসলামসহ অত্র এলাকার মুসুল্লীয়ানগণ।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফিজ মোঃ হাবিবুর রহমান।
উল্লেখ্য, গত ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি রাতে মারাত্মক সড়ক দুর্ঘটনায় সিলেট ইয়াং স্টারের সাবেক সভাপতি আশরাফুল হক তালুকদার মারা যান।