সর্বশেষ

বিপুল চোলাই মদ জব্দ, ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হবিগঞ্জের বানিয়াচংয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৬০০ লিটার চোলাই মদ, ১৫ পিস ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের পৃথক স্থান থেকে গ্রেফতার করা হয়।

শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বানিয়াচং থানার ওসি মো. এমরান হোসেন জানান, বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে উপজেলার করচা গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী গোবিন্দ বৈষ্ণবকে (৪৬) গ্রেফতার করা হয়।

তার কাছ থেকে ৬০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। রাত সাড়ে ১০টায় গুনই গ্রাম থেকে জুনায়েদ মিয়া (২৫) ও শাহনুর মিয়াকে (৪৫) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়।

50% LikesVS
50% Dislikes
এ বিভাগের অন্যান্য সংবাদ