সর্বশেষ

ছাতকে রাইজিং স্টার কতৃক অসহায়দের মধ্যে ইফতার বিতরণ সম্পন্ন

ছাতক প্রতিনিধিঃ রাইজিং স্টার সমাজ সংঘ কতৃক গরীব অসহায় ও এলাকার জনসাধারণের মধ্যে ইফতার বিতরণ করা হয়।

ইফতার মাহফিলটি রাইজিং স্টার সমাজ সংঘের সভাপতি মোঃ দিদার হোসেন চৌধুরীর তত্ত্বাবধানে ও এলাকার যুব সমাজের মাধ্যমে পরিচালিত হয়। গত শনিবার বাদ আছর ৩ নং ওয়ার্ড পশ্চিম নোয়ারাই ছাতক পৌরসভার নোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ইফতার মাহফিল টি অনুষ্ঠিত হয়।

ইফতার বিতরণকালে বক্তারা বলেন, দেশে বৈশ্বিক মহামারি করোনাকালীন অসহায় মানুষ অনেকটা দিশেহারা। তাই তাদের সাহায্যে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। একদিকে করোনা ও অন্যদিকে লকডাউনের ফলে অসহায় মানুষ বহু কষ্টে দিনযাপন করছে। এই মহামারিতেও রাইজিং স্টার সমাজ সংঘ ছাতকের সমাজের অসহায় মানুষের সাহায্য করে যাচ্ছে।

এসময় বক্তারা সমাজের অন্যান্য সংগঠনকেও অসহায়দের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।
এতে উপস্থিত ছিলেন রাইজিং স্টার ছাতকের সংগঠনের সভাপতি দিদার চৌধুরী সাধারণ সম্পাদক রেদোয়ান চৌধুরী তোহা ও সদস্যবৃন্দ হিমেল আহমদ, নিজু আহমদ, মিসবা আহমদ, মাহফূজ আহমদ,বেলাল আহমেদ , আবিদ আহমদ, আরশাদ আহমদ, ইবেল আহমদ, তওহিদ আহমদ, উমেদ আহমদ। এলাকার গণ্যমান্য ব্যক্তি মকবুল হোসেন চৌধুরী, সানিক মিয়া আহমদ, মইনূর চৌধুরী, জাকির আহমেদ, সেবুল আহমদ, মাহিন মিয়া প্রমুখ।

50% LikesVS
50% Dislikes
এ বিভাগের অন্যান্য সংবাদ