কুলাউড়ায় খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার

কুলাউড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে খাদ্যের ভেজাল ও দূষণ রোধকল্পে মাঠ পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে ‘খাদ্যের নিরাপত্তা শীর্ষক’ এক সেমিনার অনুষ্ঠিত হয়।

কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। সেমিনারে নিরাপদ খাদ্য আইন ২০১৩ সহ অন্যান্য বিষয়াবলী নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৌলভীবাজার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজরাতুন নাঈম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মেহেদী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আজহারুল আলম।

বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন ও আলী বাকর খান, উপজেলা হোটেল মালিক সমিতির সভাপতি, ছামী ইয়ামী চাইনিজ বাংলা রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী আব্দুল মুকিত চৌধুরী হারুন ও সম্পাদক লোকমান মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, সুস্থ জাতি গঠনে নিরাপদ খাদ্যের বিকল্প নেই। তাই জনগণকে নিরাপদ খাদ্য গ্রহণে সচেতন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে নিরাপদ খাদ্য নিশ্চিতকরনে সবাইকে ভুমিকা রাখার আহŸান জানান। সেমিনারে বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও আব্দুল জলিল জামাল, খামারী মালিক, হোটেল-রেস্তোরাসহ খাদ্যের সাথে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ