কুলাউড়া পৌরসভায় সৌর বিদ্যুৎ বিতরণ
কুলাউড়া পৌরসভায় ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ বাস্তবায়নে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদের বরাদ্দকৃত ৪৭ জন উপকারভোগীদের মাঝে সৌর বিদ্যুৎ বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে কুলাউড়া শহরস্থ এমপির অফিস প্রাঙ্গণে কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও কুলাউড়া উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আব্দুল লতিফের পরিচালনায় সৌর বিদ্যুৎ বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি নবাবজাদা আলী ওয়াজিদ খাঁন বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জাহেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হোসেন মনসুর উদ্দিন, সাংসদের সমন্বয়ক খায়রুল আলম কয়ছর, এমপির বিশেষ সহকারী শেখ রুয়েল আহমদ, অফিস সহকারী সুমন আহমদ প্রমুখ।