কুলাউড়া থানায় নতুন যান বিতরণ

কুলাউড়া থানা পুলিশের কাজে গতিশীলতা আনয়নের লক্ষ্যে থানা পুলিশকে নতুন ‘মোবাইল সেবা যান’ প্রদান অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) বলেছেন, পুলিশের শতভাগ সেবা নিশ্চিতে বাধা লজিষ্টিক সাপোর্ট অর্থাৎ প্রয়োজনীয় সংখ্যক জনবল ও যানবাহন সংকট। সেই বাধা উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে পুলিশের জনবল সংকট মোকাবেলায় ৮০ হাজার জনবল বৃদ্ধি করা হয়েছে।

শনিবার সকালে কুলাউড়া থানা প্রাঙ্গণে আয়োজিত ‘মোবাইল সেবা যান’ নতুন গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর এর সভাপতিত্বে ও থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায়, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সম্পাদক আসম কামরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি নওয়াবজাদা আলী ওয়াজিদ খান বাবু, কুলাউড়া কমিউনিটি পুলিশিং ্এর সভাপতি অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ ও গনমাধ্যম কর্মীসহ থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাশেষে কুলাউড়া থানা প্রাঙ্গণে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে কুলাউড়া থানার ওসি বিনয় ভুষন রায়ের কাছে নতুন গাড়ির চাবি হস্তান্তর করেন প্রধান অতিথি মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম বার।

এ বিভাগের অন্যান্য সংবাদ