কুলাউড়ায় নারীদের মানববন্ধন

কুলাউড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় প্রাঙ্গনে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিনের সভাপতিত্বে ও ষ্টোর কিপার মোঃ জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি। মানববন্ধনে বিভিন্ন পর্যায়ের মহিলা নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ