নগরীর শাহী ঈদগাহ হাজারীবাগ আবাসিক এলাকার থ্রিডি রোডম্যাপ স্থাপন
হাজারীবাগ যুব উন্নয়ন কমিটির উদ্যোগে নগরীর শাহী ঈদগাহ হাজারীবাগ আবাসিক এলাকার থ্রিডি রোডম্যাপ স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে শাহী ঈদগাহ হাজারীবাগ জামে মসজিদের সামনে এলাকাবাসীকে নিয়ে এই থ্রিডি রোডম্যাপটি স্থাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাজারীবাগ আবাসিক এলাকার প্রবীণ মুরুব্বি পুতুল মিয়া, আব্দুল নুর, ফারুক আহমেদ, ফজলুল হক, কুতুব উদ্দিন, এনামুল হক এনাম, রাজন আহমেদ, শাহিন আহমেদ, সাজ্জাদ হোসেন, আমিনুর রহমান পাপ্পু, জয়নাল আহমেদ, মোঃ সুরুজ মিয়া, হাজারীবাগ যুব উন্নয়ন কমিটির সভাপতি আনোয়ার হোসেন রাজু, সহ সভাপতি আব্দুল আউয়াল টিটু, সাধারণ সম্পাদক আব্দুল কবির মিন্টু, তুয়েলুর রহমান শিপন, শামসুল আলম, জাকারিয়া আহমেদ, তানভীর উদ্দিন, দিপু জামান, শাহিন আহমেদ, রুবেল আহমেদ, প্রমুখ।
ইতালি প্রবাসী মোঃ জাকির হোসেন পাপ্পুর অর্থায়নে থ্রিডি রোডম্যাপ স্থাপনের সময় দোয়া পরিচালনা করেন শাহী ঈদগাহ হাজারীবাগ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আব্দুল মুনিব।