নগরীতে সিসিকের অভিযান : ১৪ মামলা, ১৫ হাজার টাকা জরিমানা

নগরীতে স্বাস্থ্যবিধি না মানায় অভিযান চালিয়েছে সিলেটে সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো নগরীর বিভিন্ন রাস্তায়, মার্কেটে ও দোকানে অভিযান চালায় সিসিক’র ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান রাজস্ব কর্মকর্তা মো. জসীম উদ্দিন। অভিযানকালে ১৪টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানের বিষয়ে মো. জসীম উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল থেকে নগরীর বন্দরবাজার, লালদিঘীরপারে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে। এসময় মাস্ক না পরে বাইরে আসায় ১৩ জনকে অর্থদন্ড দেয়া হয়।

এছাড়া সিটি কর্পোরেশন কর্তৃক বন্ধ ঘোষণা করা মার্কেটগুলোতে নির্দেশ অমান্য করে দোকান খুলায় আরো ১ জনকে জরিমানা করা হয়। সবমিলিয়ে ১৪টি মামলায় মোট ১৫ হাজার টাকা জরিমানা করে মামলাগুলো নিষ্পত্তি করা হয়।

অভিযানকালে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সিলেট মেট্রোপলিটন পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ