ওসমানীনগরে যুবক খুন: ৯ জনকে আটক করলো পুলিশ

সিলেটের ওসমানীনগরে যুবক খুনের ঘটনায় জড়িত সন্দেহে ৯ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাদেরকে আটক করা হয় বলে জানা গেছে।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, এ ঘটনায় ইতোমধ্যে ৯ জনকে আটক করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক জানান, সন্দেহজনক হিসেবে কয়েকজনকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। যাচাইবা্ছাই ও জিজ্ঞাসাবাদ করে যদি দেখা যায় তারা খুনের সাথে জড়িত আছে তাহলে তাদের আইনের আওতায় নেয়া হবে। তদন্তের স্বার্থে এখন নাম প্রকাশ করা হচ্ছে না।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানা গেছে।

উল্লেখ্য, পূর্ব বিরোধের জের ধরে আজ বুধবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম পৈলনপুর ইউপির ঈশাগ্রাই গ্রামে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে আশিক মিয়ার ছেলে শিপন আহমদ(২৪) গুরুতর আহত হয়। এ ঘটনায় উভয় পক্ষের আরো অন্তত ১৪জন আহত হয়। আহতদের তাৎক্ষনিক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হলে রাত সাড়ে ৭টার দিকে শিপন আহমদ মারা যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ