করোনায় আক্রান্ত ৬৭৭জন পুলিশ

 

প্রাণঘাতি করোনাভাইরাসে শুক্রবার পর্যন্ত মৃত্যুবরণ করেছে চার পুলিশ সদস্য। সারাদেশে মোট আক্রান্ত হয়েছেন ৬৭৭জন পুলিশ। গত ২৪ ঘন্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩৯জন পুলিশ সদস্য। প্রতিদিনই পুলিশে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। কোয়ারেন্টাইনে রয়েছেন ১হাজার ২শ’ ২৫জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৫জন। পুলিশ সদর দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি সোহেল রানা বলেন, পুলিশ সদস্যরা ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন চার সদস্য। পুলিশ সদর দপ্তর এই চার সদস্যের পরিবারের পাশে রয়েছে। তিন জানান, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। এমনকি প্রত্যেকের প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ