সিলেটে আরও ১৬ জন করোনা শনাক্ত
সিলেটে শুক্রবার দিন ও রাতের দু ধাপে রিপোর্টে মোট ১১৫ জন করোনায় শনাক্ত হয়েছেন।
ওসমানী হাসপাতালের ল্যাবে রাতে আরো ১৬ জনের রিপোর্ট পজেটিভ আসে। এদিন ল্যাবে মোট নমুনা সংগ্রহ করা হয় ১৬৭ টি।
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২২৫ এ বৃদ্ধি পেলো।
ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার দুপুরে সিলেট থেকে ঢাকায় পাঠানো জমাকৃত রিপোর্ট থেকে সিলেট অঞ্চলে আরো ৯৯ জনের পজেটিভ রিপোর্ট আসে।
নতুন আক্রান্তদের মধ্যে ১৬ জনই সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের বলে জানা গেছে।