সুনামগঞ্জে চিকিৎসক-নার্সসহ ৪জন করোনা শনাক্ত

সুনামগঞ্জ জেলায় নতুন করে একজন চিকিৎসক ও নার্সসহ ৪জন করোনায় আক্রান্ত হয়েছে। সদর হাসপাতালের একজন চিকিৎসক, বিশ্বম্ভরপুর উপজেলার একজন নার্স, দিরাই উপজেলার ঢাকা ফেরত একজন মহিলা (৩৫) এবং জগন্নাথপুর উপজেলা একজন পুরুষ রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে।

শুক্রবার (১ মে) সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষার জন্য নমুনা জট থাকায় সিলেট বিভাগ থেকে এক হাজারের বেশি ঢাকার আগারগাঁওস্থ ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি এন্ড রেফারেল সেন্টারে নমুনাগুলো পরীক্ষা জন্য পাঠালে তার মধ্যে সুনামগঞ্জের ৪ জন শনাক্ত হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ