সিলেটে একদিনে ৬৬ জন করোনা শনাক্ত
সিলেট বিভাগে নতুন করে ৬৬জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১ মে) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে তথ্যটি নিশ্চিত করা হয়।
আক্রান্ত ৬৬ জন সিলেট বিভাগের চার জেলার বাসিন্দা বলে জানা গেছে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে সবার নমুনা পরীক্ষা সম্ভব প্রায় ১হাজার নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। শুক্রবার ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে তাদের শরীরের নমুমা পরীক্ষা শেষে এ ফলাফল পাওয়া যায়।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, ওসমানী হাসপাতালে চাপ বেড়ে যাওয়ায় নমুনাগুলো ঢাকায় পাঠানো হয়েছিল।