করোনায় আরও এক পুলিশের মৃত্যু
করোনাভাইরাসে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের সুপার হাসান উল হায়দার।
তিনি জানান, মৃত্যুবরণকারী পুলিশের নাম নাজের উদ্দীন। তার বয়স ৫৫ বছর। তিনি বিশেষ শাখায় (এসবি) উপ-পরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্বরত করতেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। এছাড়া নাজের উদ্দীন অ্যাজমা ও হাইপারটেনশনে ভুগছিলেন বলে জানান হাসপাতালের সুপার হাসান উল হায়দার।