সিলেটে করোনা আক্রান্ত চিকিৎসক দম্পতির সংস্পর্শে আসা ১৬ জনের নমুনা সংগ্রহ

সিলেট চিকিৎসক দম্পতি করোনায় আক্রান্তের পর নগরীর সুবিদবাজারের মার্লিন টাওয়ারের ১৬বাসিন্দার সংগ্রহ করা হয়েছে নমুনা।

বুধবার দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা তাদের নমুনা সংগ্রহে যান ওই বহুতল টাওয়ারে। এই টাওয়ারেরই একটি ফ্ল্যাটে আক্রান্ত চিকিৎসক দম্পতি ভাড়া থাকেন।

গত ২৭এপ্রিল (সোমবার) ওসমানী মেডিকেল কলেজের পিসি আর ল্যাবে পরীক্ষায় করোনা শনাক্ত হয় এই দম্পতির।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ওই চিকিৎসক দম্পতির পরিবারের সদস্য, গাড়ি চালক, ভবনের দারোয়ান সহ তাদের সংস্পর্শে যারা এসেছিলেন এমন ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর জানা যাবে তারা সংক্রমিত হয়েছেন কি-না।

উল্লেখ্য,  আক্রান্তের একজন সিলেটের একটি বেসরকারি  হাসপাতালে কর্মরত। আরেকজন কর্মরত রয়েছেন ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে। সম্প্রতি তিনি ঢাকা থেকে সিলেট আসার পর সোমবার উভয়ের নমুনা পরীক্ষার পর করোনাভাইরাস শনাক্ত হয় দু’জনেরই।

এ বিভাগের অন্যান্য সংবাদ