তাহিরপুরে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে তাহিরপুর সদর বাজারে অবস্থিত সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানর্জী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: হাসান উদ দৌলা, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুর রহমান,খাদ্য গুদাম সদ্য বিদায়ী কর্মকর্তা মনধন চন্দ্র দাস, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন প্রমুখ। এবার তাহিরপুর উপজেলায় সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি কেজি দরে মোট ২ হাজার ৭৭ মেট্রিক টন ধান কেনা হবে। উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মো: মফিজর রহমান জানান, আজ থেকে সরকারিভাবে ধান সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা সংগ্রহ কমিটি নিয়ে লটারির মাধ্যমে কৃষক নির্বাচিত করে ধান সংগ্রহ করা হবে।