সিলেটে করোনায় আক্রান্ত চিকিৎসক দম্পতি
সিলেটে সোমাবারের করোনা রিপোর্টে আক্রান্ত ১৩ জনের মধ্যে দুজন চিকিৎসকও আছেন। ওই দুজন স্বামী-স্ত্রী। এর মধ্যে একজন সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ও একজন ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত বলে জানা গেছে।
সম্প্রতি আক্রান্তের একজন ঢাকা থেকে সিলেট ফেরেন। সোমবার তাদের নমুনা পরীক্ষা করা হলে দু’জনেরই করোনাভাইরাস শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৩ জনের রিপোর্ট পজিটিভ আসে । নতুন শনাক্ত হওয়া ১৩ জনের মধ্যে ২ জন সিলেটের ও সুনামগঞ্জ জেলার ১১ জন।