কুলাউড়ায় ১০ জনকে জরিমানা
মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি আদেশ অমান্য করায় ১০ জনকে ১৮ হাজার ৫ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকেলে পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী। এসময় তার সাথে ছিলেন কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান।
ইউএনও জানান, করোনাভাইরাস প্রতিরোধে সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা ও সামাজিক দূরত্ব না মানায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ জনকে ১৮ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, করোনাভাইরাস স্বাভাবিক না হওয়া পর্যন্ত সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে এ অভিযান অব্যাহত থাকবে।