সিলেটে দাফন কাজে স্বেচ্ছাসেবী হতে হাব’র আহবান
বর্তমান এই দুর্যোগময় মুহুর্তে করোনায় আক্রান্ত হয়ে মৃত লাশের জানাজা ও দাফনসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য হাব সিলেট জোনের ভাইস চেয়ারম্যান, ডিসকভারী সিলেট ট্রাভেলস এন্ড ট্যুরসের স্বত্ত্বাধিকারী মো. গিয়াস উদ্দিন স্বপ্রোনোদিত হয়ে এবং হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিমের মহতী উদ্যোগের সাথে সহযোগীতা ও জনকল্যাণমূলক সেবায় নিজেকে নিয়োজিত করার ইচ্ছা প্রকাশ করেছেন।
হজ্জ এজেন্সীস এসোসিয়েশন অব বাংলাদেশের যুগ্ম মহাসচিব জহিরুল কবীর চৌধুরী সিরু বলেন, হাব ও আটাব সদস্যদের প্রতি আমার বিনীত অনুরোধ আপনাদের সহোযোগীতা ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই মহতী উদ্যোগকে এগিয়ে নেয়া সম্ভব হবে। হাব/আটাব সদস্যদের মধ্যে কেউ যদি শুধুমাত্র স্বেচ্ছাশ্রমে আগ্রহী হোন তাহলে ০১৭১১৩৪২৩৮৭ এই নম্বরে যোগাযোগ করে নাম লিপিবদ্ধ করার অনুরোধ জানাচ্ছি।
উল্লেখ্য, যে সকল প্রকার প্রোটেকশন, পিপিই’র ইত্যাদির খরচ হাব থেকে বহন করা হবে এবং আগ্রহীদের প্রশিক্ষনেরও ব্যবস্থা হাব থেকে করা হবে।