জকিগঞ্জে ট্রাকভর্তি চাল আটক করলো এলাকাবাসী
সিলেটের জকিগঞ্জে ট্রাকভর্তি সরকারি চাল আটক করেছেন এলাকাবাসী।
রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার কালীগঞ্জ বাজারে ট্রাকভর্তি সাড়ে ৫৭০ বস্তা সরকারি চাল আটক করেন তারা।
জানা যায়, কালীগঞ্জ বাজারের হোসেন এন্ড সন্সের সামনে চাল নামানোর সময় বাজারের ক্রেতা-বিক্রেতা ও উপস্থিত জনতা ট্রাকভর্তি চাল আটক করেন। এসময় ট্রাক ভর্তি চাল কালীগঞ্জের দুই ব্যবসায়ীর বলে জানান ঐ ট্রাকের চালক। তবে তাৎক্ষনিক কোনো কাগজপত্র দেখাতে পারেন নি তিনি।
এ ব্যাপারে সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন বলেন, চালের ডিলার নির্দিষ্ট জায়গায় চাল না নিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়ার পথে এলাকাবাসী চালভর্তি ট্রাক আটক করেন। পরে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাল আটক করে এবং এ ঘটনার সত্যতা পায়। পরে চালগুলো উদ্ধার করে প্রশাসনের নিয়ন্ত্রণে নেয়া হয়েছে।