করোনাভাইরাসে ৭ বছরের শিশুর মৃত্যু
মহামারি করোনাভাইরাসে সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের সমন্বয়ক ডা. শিহাব উদ্দিন জানান, আজ শনিবার সকালে শিশুটির মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
ডা. শিহাব উদ্দিন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি ছিল শিশুটি। শুক্রবার রাতে সেখানেই তার মৃত্যু হয়।
‘মেয়েটার অবস্থা খুব খারাপ ছিল। ছোটবেলা থেকেই তার কিডনির সমস্যা ছিল। ইউরিন তৈরিই হচ্ছিল না। যাদের এ ধরনের কোমরবিডিটি আছে তাদেরই ক্ষতি হচ্ছে বেশি’ যোগ করেন হাসপাতালের সমন্বয়ক।