জুড়ীতে ১৫ জনকে জরিমানা

মৌলভীবাজারের জুড়ীতে বিভিন্ন অপরাধে ১৫ জনকে জরিমানা করা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি নির্দেশনা না মানায় অপরাধ সংগঠিত হওয়ায় বিভিন্ন আইনে ১৫ জনকে ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক এ আদালত পরিচালনা করেন । এর আগে গত রোববার দিনব্যাপী অভিযানে বিভিন্ন আইনে ২২ জনকে ১৮ হাজার ২০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪/৬৬ ধারায় উপজেলার জাঙ্গিরাই গ্রামের বাবুল আহমদকে ৫০০, বেলাগাঁও গ্রামের ফারুক আহমেদকে ৫০০, বাছিরপুর গ্রামের বিপ্লব পালকে ৫০০, কুলাউড়া উপজেলার ঘাগটিয়া গ্রামের তালহা ইবনে সামীকে ১০০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় উপজেলার গরেরগাঁও গ্রামের টিপু আহমেদকে ২০০, কামিনীগঞ্জ বাজারের মারুফকে ২০০, জাঙ্গালীয়া গ্রামের আল মাসুদকে ২০০, বাছিরপুর গ্রামের জাকারিয়াকে ২০০, শাহিন আহমেদকে ২০০, সিরাজুল ইসলামকে ২০০, বেলাগাঁও গ্রামের মাছুম মিয়াকে ২০০, শিলুয়া গ্রামের আব্দুল করিমকে ২০০, জাঙ্গিরাই গ্রামের জুবায়ের আহমদকে ২০০, দক্ষিণ জাঙ্গিরাই গ্রামের মেহেদী হাসান সাজুকে ২০০ ও বড়লেখা উপজেলার দশঘরি গ্রামের সাহেদ মিয়াকে ২০০ টাকা জরিমানা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ