বালাগঞ্জে ঢাকা থেকে আসা তিনজনসহ ৫ জনের নমুনা সংগ্রহ
করোনা ভাইরাস (কোভিড-১৯) সনাক্তে বালাগঞ্জে ৫ জন পুরুষের নমুনা সংগ্রহ করা হয়েছে। শনিবার (১৮এপ্রিল) বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের হিংড়াকান্দি গ্রামে গিয়ে তাদের নমুনা সংগ্রহ করেন। তাদের মধ্যে ঢাকা থেকে আসা তিন জন রাজমিস্ত্রী কাজ করেন। তারা ওই এলাকার বাসিন্দা। আর অন্য দুই জন কাজের উদ্দেশ্যে কুমিল্লা থেকে এখানে এসেছেন বলে মেডিকেল টিমের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমূল আলম বলেন, ওই ৫জন লোক অন্য এলাকা থেকে এখানে আসার খবর জানতে পেরে সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার ইউএনও মহোদয়কে বিষয়টি অবহিত করেন।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) দেবাংশু কুমার সিংহ বলেন, আমি বিষয়টি জানার পর তাদের নমুনা সংগ্রহের জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে (টিএইচও) বললে মেডিকেল টিম সেখানে গিয়ে তাদের নমুনা সংগ্রহ করেন।