গোরারাই ট্রাস্ট ইউকের উদ্যোগে শতাধিক পরিবারে ত্রাণ বিতরণ
মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ফয়জুননেছা হাফিজিয়া মাদ্রাসা মাঠে শুক্রবার (১৭ই এপ্রিল) সকালে প্রায় শতাধিক পরিবারের মধ্যে চান, ডাল, সোয়াবিন তেল, পেঁয়াজ, ছোলা, আলু, সাবানসহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ইংল্যান্ড প্রবাসীদের সংগঠন গোরারাই ট্রাস্ট ইউকের পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সামাজিক দুরত্ব বজায় রেখে গরীব অসহায় এবং নিন্ম মধ্যবিত্ত লোকজন এই সহায়তা দেয়া হয়।
ত্রাণ বিতরণকালে বক্তব্য রাখেন সিলেট মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোহাম্মদ সাইফুর রহমান, গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু মিয়া চৌধুরী, গোরারাই জামে মসজিদের মোতাওয়াল্লি শাহ মোহাম্মদ আলী, গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ।
উপস্থিত ছিলেন মোঃ শাহজাহান,সৈয়দ লিয়াকত আলী, খালিছুর রহমান, হাজী আব্দুল হাই, আবুল হোসেন চৌধুরী, আওয়াল চৌধুরী, আবুল কালাম
চৌধুরী, হাজী জসিম উদ্দিন, খালেদুর রহমান, মধু মিয়া, আব্দুল মুহিদ, জুনেদ আহমদ, হাফিজ আব্দুস শহিদ, আংগুর চৌধুরী, শিহাব চৌধুরী, শিপন মিয়া।
বাংলাদেশ ও বিশ্ব সকলে মানুষের শান্তি কামনায় মোনাজাত করা হয়, মোনাজাত পরিচালনা করেন হাফিজ সিদ্দিক আহমদ।