নিউইয়র্কে আরও ৪ বাংলাদেশির মৃত্যু, তিনজনই সিলেটের

যুক্তরাষ্ট্রে একই দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও চার বাংলাদেশীর। এদের মধ্যে তিনজনের বাড়ি সিলেটে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নিউইয়র্কের কুইন্সের হাসপাতালে  আব্দুল হক উতুল (৫৮) আর বাসায় মৃত্যু হয় এম এ জলিলের (৭০)। তারা বিয়ানীবাজারের সন্তান। একইদিন জ্যামাইকা হাসপাতালে মারা গেছেন মৌলভীবাজারের সন্তান রউফ আহমেদ (৬৫)। তারা করোনায় আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন তাদের স্বজনরা।

একইদিন ভার্জিনিয়া অঙ্গরাজ্যের উডব্রীজ শহরের বাসিন্দা কুমিল্লার মুরাদনগরের সন্তান ফরিদ উদ্দীন (৬০) করোনা ভাইরাসে চিকিৎসারত অবস্থায় উডব্রীজস্থ সেন্ট্রাল হাসপাতালে ইন্তেকাল করেন।

এনিয়ে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে ১৪০ বাংলাদেশির মৃত্যুর সংবাদ পাওয়া গেল। এর অধিকাংশই পুরুষ এবং অধিকাংশেরই বয়স ছিল ৫০ বছরের অধিক।

এ বিভাগের অন্যান্য সংবাদ