১৩ লাখ টাকা ও আড়াইশ’ মেট্রিক টন চাল পেল সিলেট

কর্মহীন, অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় ১৩ লাখ টাকা ও ২৫০ মেট্রিক টন চাল সিলেটে বরাদ্দ দিয়েছে সরকার ।

নগদ টাকার মধ্যে ১০ লাখ টাকা ত্রাণ হিসেবে আর ৩ লাখ টাকা শিশু খাদ্য কেনায় খরচ করা হবে।

এরমধ্যে সিলেট নগরীতে ৭০ মেট্রিক টন ও জেলায় ১৮০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসলাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিলেট জেলা প্রশাসকের অনুকূলে এই বরাদ্দ দিয়ে মন্ত্রণালয় থেকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়।

এতে উল্লেখ করা হয়, জেলা প্রশাসক দুর্যোগ পরিস্থিতিতে মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা অনুসরণ করে এ বরাদ্দ বিতরণ করবেন এবং প্রয়োজনীয় হিসাব সংরক্ষণ করবেন।শিশু খাদ্য ক্রয়ের শর্তাবলীতে বলা হয়, শিশু খাদ্য ক্রয়ের ক্ষেত্রে সরকারি ক্রয় বিধিসহ সংশ্লিষ্ট সকল বিধি-বিধান ও আর্থিক নিয়মাচার যথাযথভাবে প্রতিফলন করতে হবে। জিটুজি পদ্ধতিতে কিনে মিল্কভিটার উৎপাদিত গুঁড়া দুধ চলমান কাজে ত্রাণসামগ্রী হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।এছাড়া শিশু খাদ্য হিসেবে খেজুর, বিস্কুট, ফর্টিফাইড তেল, ব্রাউন চিনি, সুজি, মসুরি ডাল, সাগু, ফর্টিফাইড চাল, ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট, বাদাম, মানসম্মত রেডিমেড ফুড ইত্যাদি খাদ্যদ্রব্য স্থানীয়ভাবে কিনে বিতরণ করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ