মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর গানম্যান গ্রেফতার
গাজীপুরের কালিয়াকৈরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের গানম্যানের গুলিতে শহিদ (৩০) নামে এক যুবক নিহত এবং মঈন নামে তার এক বন্ধু আহত হয়েছেন।
শুক্রবার দুপুর দেড়টার দিকে ঢাকার আশুলিয়ার শিমুলিয়া এলাকা থেকে গানম্যান সহকারী পুলিশ উপ-পরিদর্শক (এএসআই) কিশোর কুমার সরকারকে গ্রেফতার করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের কুতুবদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শহিদ ও আহত মঈনের বাড়ি কালিয়াকৈর উপজেলার সীমান্তবর্তী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আইজগানা গ্রামে। আর গানম্যান এসআই কিশোর কুমারের বাড়ি কালিয়াকৈরের কুতুবদিয়া গ্রামে। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল বলে জানিয়েছে পুলিশ।