আল্লামা জুবায়ের আহমদ আনসারীর ইন্তেকাল
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর দেশের নন্দিত ওয়ায়েজ আল্লামা জুবায়ের আহমদ আনসারীর ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আজ সন্ধ্যা ৬.২০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ায় তার নিজস্ব বাস ভবনে তিনি ইন্তেকাল করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মসলিসের যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।
এর আগে ২০১৬ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে দেশের বাইরে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছিলেন তিনি। এরপর আবারো ওয়াজের ময়দানে দেখা খেছে এ প্রবীণ বক্তাকে। দেশের বিভিন্ন প্রান্তে কুরআনের কথা বলে গেছেন তিনি।
জানাজা কখন হবে কোথায় হবে পরে জানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মসলিসের যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।