সর্বশেষ

ব্রিফিংয়ে ওবায়দুল কাদের
এই মহামারিতে বিভক্তি কাম্য নয়

করোনাভাইরাস মহামারিতে জাতি হিসেবে আমাদের বিভক্তি কোনোভাবেই কাম্য নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার সকালে তার সরকারি বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘দেশের এই মহামারিতে (করোনাভাইরাস) জাতি হিসেবে আমাদের বিভক্তি কোনোভাবেই কাম্য নয়।’

ডা. মঈন উদ্দিন মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের বক্তব্য অহেতুক দেশের স্বাস্থ্য ব্যবস্থারা সমালোচনা করা, যা মোটেই সমুচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

মুজিবনগর দিবস সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। করোনাভাইরাসের কারণে দিবসটি পালনের আনুষ্ঠানিকতা না করলেও চেতনা ও বিশ্বাসে দিনটির তাৎপর্য চিরভাস্বর।’

50% LikesVS
50% Dislikes
এ বিভাগের অন্যান্য সংবাদ