৫নং ওয়ার্ডে মামলার ঘটনায় এবার মেয়র বরাবরে আবেদন


সিলেট সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডে ত্রাণ বিতরণে ‘অনিয়ম’ এর প্রতিবাদ করায় যুবককে ‘মিথ্যা’ মামলার অভিযোগে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বরাবরে
ত্রাণ দুর্নীতির তদন্ত ও মামলা থেকে নিষ্কৃতির জন্য আবেদন করেছেন শাহী ঈদগাহ হুসনাবাদের বাসিন্দা দিলুয়ার হোসেন (দিলু গাজী)।

আজ বৃহস্পতিবার তিনি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বরাবরে আবেদনপত্রে উল্লেখ করেন- গত ৪ এপ্রিল ২০২০ইং তারিখে ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদের ত্রাণ বিতরণ জালিয়াতির প্রতিবাদ করেন ওয়ার্ডের এককজন যুবক রনি গাজী প্রতিবাদ করেন। এর জের ধরে ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ ক্ষিপ্ত হয়ে কয়েকজনকে ঘেরাও করলে এর মধ্যে দিলুয়ার হোসেন দিলুর ভাতিজা রনি গাজীকে রেজওয়ান আহমদের লোকজন আটক করে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসিনের নিকট ত্রাণ লোটপাটের অভিযোগ এনে মামলায় জড়িয়ে দেয়৷
উক্ত বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর রেজওয়ান আহমদ দিলুয়ার হোসেনকেও মামলায় আসামি করা হয় ।
এ বিষয়টি সরেজমিনে তদন্ত করে মামলা থেকে অব্যবহিত প্রত্যাশা করে মেয়র আরিফুল হক বরাবরে আবেদন করেন দিলুয়ার হোসেন দিলু।
আবেদনটি গ্রহণ করেছে সিলেট সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ