মার্কিন অধ্যাপকের দাবি
যুক্তরাষ্ট্রেই করোনার উৎপত্তি!
চীন নয়, যুক্তরাষ্ট্র থেকেই বিশ্বব্যাপী আতঙ্ক ছড়ানো করোনাভাইরাসের উৎপত্তি বলে দাবি করেছেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক।
যদিও গতকাল বুধবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজর এক প্রতিবেদনে বলা হয়, চীনের উহানের ল্যাব থেকে করোনা ছড়িয়েছে। এ বিষয়ে এর আগে একাধিকবার প্রমাণ দিয়েছে মার্কিন সরকার।
এমন সংবাদ প্রকাশের মধ্যেই যুক্তরাষ্ট্রের জুম প্যানেলের এক আলোচনা সভায় দেশটির ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মাইনোরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড ডাইভার্সিটির সহসভাপতি রিকি হল ভিন্ন দাবি উঠালেন। তিনি বলেন, ‘আমরা এখনো সঠিক জানি না, ভাইরাস কোথায় তৈরি হয়েছে। তবে এটি যুক্তরাষ্ট্রে তৈরি হওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে।’
গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিরা ফক্স নিউজর প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে জানতে চান, উহানের ল্যাব থেকে করোনাভাইরাস ছড়িয়েছে কি না। তখন ট্রাম্প বলেন, ‘আমি এ বিষয়ে সচেতন রয়েছি।’
এর আগে ইসরায়েলি গোয়েন্দারা দাবি করেছিল, করোনাভাইরাস চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির ল্যাব থেকে ছড়ানো হয়েছি। গত ফেব্রুয়ারিতে এ দাবি প্রত্যাখ্যান করেছিল চীনের এ প্রতিষ্ঠানটি।
(দৈনিক আমাদের সময়)