বিরোধের সময় নারীর মৃত্যু, স্টোক নাকি হত্যা!

সিলেটের বালাগঞ্জে ভুমি সংক্রান্ত বিরোধের সময় রুপিয়া বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(১৬এপ্রিল) উপজেলার নশিরপুর গ্রামে এঘটনা ঘটে। নিহত রুপিয়া একই গ্রামের জবাদ উল্লাহ’র মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, জবাদ উল্ল্যাহ ও তার ভাই ইন্তাজ উল্লাহ’র  দীর্ঘদিন ভুমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে তাদেও মধ্যে আবার এ নিয়ে ঝগড়া শুরু হলে এক পর্যায়ে ঐ নারীর মৃত্যু হয়। নিহতের পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। প্রতিপক্ষের কেউ একজন ঐ নারীর গায়ে আঘাত করার কারণে উনার মৃত্যু হয়েছে। আর যাদেরকে অভিযুক্ত বলা হচ্ছে তারা বলছেন, স্টোক করে উনি মারা গেছেন।

এঘটনায় এলাকায় বেশ আতঙ্কের সৃষ্টি হয়েছে। আর মৃত্যু নিয়ে ধোয়াশা থাকায় সরাসরি মুখ খুলছেন না কেউ।

সাবেক মেম্বার আনহার মিয়া বলেন, দীর্ঘদিন থেকে তাদের দুইপরিবারে মধ্যে ভূমি সংক্রান্ত বিরোধ চলছিল, বৃহস্পতিবার দু’পক্ষের মধ্যে ঝগড়াঝাটি হয় এবং এ মৃত্যুর ঘটনা ঘটে ।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী আতাউর রহমান বিষয়টির বলেন, দুইপক্ষের মধ্যে ঝগড়াঝাটির ঘটনা ঘটেছে। এক পর্যায়ে ঐ নারী মারা যান। কি কারণে মারা গেছেন তা সঠিকভাবে বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ