বানিয়াচংয়ে ৪ জনকে জরিমানা
হবিগঞ্জের বানিয়াচংয়ে দোকান খোলা রাখায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
বানিয়াচং উপজেলার বড়বাজার এলাকায় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান এর নেতৃত্বে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১১ টা থেকে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এ সময় করোনা ভাইরাসের সংক্রামণ রোধে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ব্যতিত অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা ও বিনা কারণে ঘোরাঘুরি করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুসারে ০৪ টি প্রতিষ্ঠানকে মোট ৫,৭০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এ সময় আদেশ না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় রাহুল মিয়াকে ১,০০০ টাকা, বজলুল হককে ৫০০ টাকা, রাসেল মিয়াকে ৪,০০০ টাকা এবং বিনা প্রয়োজনে ঘুরাঘুরি করায় ইফতেখার আলমকে ২০০ টাকা মোট ০৪ জনকে সর্বমোট ৫,৭০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় নিজের এবং দেশের ভবিষ্যতের কথা বিবেচনা করে সকলকে নিরাপদে গৃহে অবস্থান করার আহবান জানানো হয়। সকলের সতর্ক অবস্থানই পারে দেশকে নিরাপদ রাখতে।