সর্বশেষ

‘করোনাভাইরাস সর্বোচ্চ পর্যায় পার করেছে যুক্তরাষ্ট্র’

যুক্তরাষ্ট্র করোনাভাইরাস সংক্রমণের সর্বোচ্চ পর্যায় অতিক্রম করে ফেলেছে। এই মাসের মধ্যে বেশ কয়েকটি অঙ্গরাজ্য খুলে দেওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার হোয়াইট হাউসের নিয়মিত সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, গভর্নরদের সঙ্গে আলোচনা শেষে বৃহস্পতিবার পুনরায় চালুর নির্দেশনা ঘোষণা করা হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়লেও করোনাভাইরাসে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। সবচেয়ে বেশি মৃত্যুও ঘটেছে দেশটিতে। সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটির প্রায় ছয় লাখ ৩৫ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২৮ হাজারেরও বেশি মানুষ।

বুধবার রোজ গার্ডেনে সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘পরিসংখ্যানে দেখা যাচ্ছে দেশ জুড়ে আমরা নতুন আক্রান্তের সর্বোচ্চ পর্যায় পার করেছি। আশা করছি এটা চলতে থাকবে আর আমরা বিপুল অগ্রগতি করতে থাকবো।’

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩৩ লাখ করোনা পরীক্ষা করা হয়েছে জানিয়ে প্রেসিডেনট ট্রাম্প বলেন, শিগগিরই অ্যান্টিবডি টেস্ট করার সুযোগ পাওয়া যাবে। তিনি বলেন, এই অগ্রগতি আমাদের একটি অবস্থানে নিয়ে গেছে যাতে করে অঙ্গরাজ্যগুলো খুলে দেওয়ার নির্দেশনা চূড়ান্ত করা যাবে।

এর আগে মার্কিন প্রশাসন অঙ্গরাজ্য খুলে দেওয়ার সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ১ মে’র কথা বিবেচনা করছিল তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তার আগেই কয়েকটি অঙ্গরাজ্য খুলে দেওয়া সম্ভব হবে। তিনি বলেন, ‘আমার মনে হয় এটা খুবই আগ্রহ উদ্দিপক সময় হবে।’ অঙ্গরাজ্য খুলে দেওয়ার সম্ভাব্য বিপদ সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘এই সংশ্লিষ্ট মৃত্যু বন্ধ রাখার ব্যবস্থাও হবে।’

50% LikesVS
50% Dislikes
এ বিভাগের অন্যান্য সংবাদ