সর্বশেষ

সুনামগঞ্জের চিকিৎসক নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত

সুনামগঞ্জের বাসিন্দা নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে৷ তিনি নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক। 

জানা গেছে,  নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের মেডিসিন বিভাগের একজন চিকিৎসক কয়েকদিন আগে প্রথমে করোনা আক্রান্ত বলে শনাক্ত হন। পরে ওই হাসপাতালের গাইনি বিভাগের এক চিকিৎসকের আক্রান্তের খবর পাওয়া যায়। 

এরপর ওই হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক ও স্টাফকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়। তাদের মধ্যে ২১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত নমুনায় নতুন করে আরো ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে হাসপাতালের তত্ত্বাবধায়কও রয়েছেন। যিনি সুনামগঞ্জের বাসিন্দা।

50% LikesVS
50% Dislikes
এ বিভাগের অন্যান্য সংবাদ